আমার কবিতারা জেনা করে
- তাইবুল ইসলাম ০২-০৫-২০২৪

কত শোক লাগে এ বুকে, কত দিন যায় দুঃখে ;
সহ্য হয়না এই নিয়তি, কেন আসে বারবার ?
মরন বুঝি এতই কঠিন- কাঁদে সবাই হুহু করে ।
এমন সময় খবর আসে মরেছে একজন !
সবাই ছুটে সেখানে, আবার ফিরে আসে ।
কিন্তু কেন ?
কারন এ তো মানুষ না, এ যে "মুসলমান" !
এরা কী আবার মানুষ হয় নাকি ?
তবে আমি দাড়ালাম দুটি হাত তুলে -
আমি "মুসলমানের কবি"।

তোমরা এখন -
"আন্দালুস" বলে কাঁদো ,
"ফিলিস্তিন" বলে কাঁদো ।
আর আমার দেশের হাজার বছরের যে মুসলমান আজ -
বঙ্গোপসাগরের জলে আত্মহুতি দেয় নিরপেক্ষার নামে ,
সেটা দেখনা !
কী দোষ বলো তাদের ?
নাকি আমি মুসলমান বলে ,
আমার আত্মা ব্যভিচারী ?

তবে এই কবিতার জলে বলি ফাঁটিয়ে আমার গলা ,
"আশহা'দু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ"।
এটাই আমার খুশ নিয়তি, এটাই আমার বিশ্বাস ।
হয়তবা এই কাঠবাণীটা কারো বুকেই সয়না ,
হয়বা এই একাগ্রতা "ওদের" তদন্তে ময়না ,
তবে আমি কঠোর উগ্রবাদী !
সবার থেকেই আলাদা হয় আমার আঁকা ছবি ,
আমি "মুসলমানের কবি"!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।